• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

বিরলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩  

দিনাজপুরের বিরল কৈদিঘী সেলুর চাতালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টায় বিরল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিরল পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর।

উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’সহ মোঃ মোস্তাফিজুর রহমান বাবু, চেয়ারম্যান বিরল উপজেলা পরিষদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জেলা আওয়ামী লীগ দিনাজপুর, রমাকান্ত রায়, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ বিরল দিনাজপুর, মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ বিরল দিনাজপুর, মোহাম্মদ লুৎফর রহমান, দপ্তর সম্পাদক উপজেলা আওয়ামীলীগ বিরল দিনাজপুর, বিভূতি-ভূষণ চন্দ্র, সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ বিরল দিনাজপুর, আব্দুল মালেক মাস্টার, সভাপতি, উপজেলা যুবলীগ বিরল, দিনাজপুর, মোঃ আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ বিরল দিনাজপুর, মোহাম্মদ  সোহাগ বাবু, সভাপতি উপজেলা ছাত্রলীগ  বিরল দিনাজপুর, মোঃ আল ইমরান, সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ বিরল দিনাজপুর সহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।  

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ বর্তমানে অনন্য উচ্চতায় চলে গেছে। মানুষ নির্ভয়ে রাতে ঘুমাতে পারে, শতভাগ শিশু স্কুলে যায়, উপবৃত্তি পায়, মাতৃত্বকালীন ভাতা পায়, মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে, মর্যাদার সাথে বসবাস করে।
 

তিনি আরো বলেন, বাংলাদেশ আজকে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই সারা দুনিয়া বাংলাদেশকে সমীহ করে, সম্মান করে, শ্রদ্ধা করে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে  শেখ হাসিনা, আওয়ামী লীগ ও নৌকা মার্কাকে জয়যুক্ত করে বাংলাদেশকে আরো উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করতে হবে। শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ বলে তিনি তার অভিমত ব্যক্ত করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –